করোনার টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ, রাজপরিবার থেকেই সূচনা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 10, 2021

করোনার টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ, রাজপরিবার থেকেই সূচনা

করোনার টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ, রাজপরিবার থেকেই সূচনা



টিএন‌ই ডেস্কঃ   বিশ্বের মধ্যে ব্রিটেনে সর্বপ্রথম করোনার টিকাকরন শুরু হয়েছে। প্রথমে ছিল করোনা এরপর এল করোনার নতুন স্ট্রেন। সবার দুশ্চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে। 






নিজেদের বয়সের কথা ভেবেই এই মহামারীর অধিকাংশ সময়ই তা এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে আইসোলেশনে কাটিয়েছেন। প্রথা মেনে নরফোকে স্যান্ড্রিংহামের কান্ট্রি রিট্রিটে প্রতিবছরই ক্রিসমাসের ছুটি যাপন করেন। কিন্তু এবছর কোভিড নিষেধাজ্ঞার কারণে উইন্ডসর প্রাসাদে  রয়েছেন রাজদম্পতি। 

৭০ শতাংশ বেশি সংক্রামক মিউট্যান্ট স্ট্রেন ভয় ধরিয়েছে। গোটা বিশ্বের মধ্যে ব্রিটেনে করোনার আক্রান্ত সংখ্যা এখন ৩,০১৭,৪০৯। করোনাভাইরাস এ প্রাণ গেছে ৮০ হাজার ৮৬৮ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯,৯৩৭।

শনিবার উইন্ডসোর ক্যাসেলে রাজপরিবারের নিজস্ব চিকিৎসকরা কোভিড টিকা দিয়েছেন। ৯৪বছরের রানি ও ৯৯ বছরের প্রিন্সকে। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানা গেছে এই খবরটি।

করোনার নতুন স্ট্রেন শুধু ব্রিটেনে নয় ছড়াচ্ছে আস্তে আস্তে গোটা বিশ্বে। কিভাবে রোধ করা যাবে সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে বিশেষজ্ঞরা। আবার নতুন স্ট্রেনের জন্য কি কি উপসর্গ দেখা যাচ্ছে। কার কার শরীরে নতুন স্ট্রেন আছে সেটা বিবেচনা করা মুশকিল হয়ে পড়ছে।

 করোনা নিয়ে আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। ধীরে ধীরে অন্যান্য দেশগুলিতে নতুন স্ট্রেনের খবর দেখাও গেছে। এই মহামারীর জন্য যে প্রতিষেধক গুলি রয়েছে সেগুলো আদৌ কতটা কার্যকরী হচ্ছে সেগুলো একাংশ চিন্তা করছেন বিশেষজ্ঞরা। তবে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল শাখার নতুন গবেষণায় দেখা যায়, এই ফাইজার বাওএনটেক টিকা আফ্রিকা ও ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম হয়েছে।

No comments:

Post a Comment