'স্বাস্থ্যসাথী' ও 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে রাজ্যবাসীর কাছে সরাসরি বার্তা মুখ্যমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, January 8, 2021

'স্বাস্থ্যসাথী' ও 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে রাজ্যবাসীর কাছে সরাসরি বার্তা মুখ্যমন্ত্রীর

'স্বাস্থ্যসাথী' ও 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে রাজ্যবাসীর কাছে সরাসরি বার্তা মুখ্যমন্ত্রীর

টিএনই ডেস্ক: বিধানসভা ভোটের আগে  বিরোধী পক্ষ যেমন সরকারের ত্রুটি-বিচ্যুতি উপর আলোকপাত করে নিজেদের ভোটব্যাংক পাকা করতে ব্যস্ত ঠিক সেই সময়ে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' এবং 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের মতো একগুচ্ছ পরিকল্পনার পেশ এক নতুন চমকের সৃষ্টি করলো।




 এই প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি মানুষকে কার্ড বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনিয়ে রাজ্যের মানুষকে সুস্থ সাবলীল জীবনযাত্রা দেওয়ার অঙ্গীকার করেছে সরকার। স্বাস্থ্যসাথী কার্ড যে একজন রাজ্যবাসীর জন্য কতটা প্রয়োজনীয় তা বোঝাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড়িয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতো স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন।  সেইসাথে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীরকে বুঝিয়েছেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিমা থাকলেও ১০ কোটি মানুষের সাথী হওয়ার লক্ষ্যে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে করার প্রয়োজনীয়তা কতটা!

এবার আর একধাপ এগিয়ে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এবার রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বাস্থ্যসাথী প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেন, তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখেন, ‘‌স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে ও প্রকল্পের অধীন পরিষেবা আপনাকে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামীদিনেও এই প্রকল্পের যাবতীয় সুযোগ–সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মানোন্নয়নে আরও বেশি করে সামিল হওয়ার সুযোগ পাব।’‌ বিধানসভা ভোটের আগে এইরকম একগুচ্ছ পরিকল্পনার পরিষেবা রাজ্যবাসীর কাছে উন্মুক্ত করে রাজ্যবাসীর মন আরেকবার সরকারমুখী করে তুলেন। স্বাস্থ্যসাথী ছাড়াও দুয়ারে সরকারের রাজ্যের সকল পুরসভা গ্রাম পঞ্চায়েত ও পৌর নিগমের চার দফায় বিভিন্ন ক্যাম্পের ১২টি জনপ্রিয় প্রকল্পের পরিষেবা রাজ্যবাসীর কাছে সহজলভ্য করে তুলেছে  রাজ্য সরকার। 
এইভাবে সাধারণ মানুষের সাথে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর একগুচ্ছ পরিষেবার আয়োজন ও সরাসরি বার্তা প্রদান বিধানসভার ভোট-যুদ্ধে তৃণমূলের পাল্লা একটু বেশি ভারী করল, এমনটাই মনে করছেন রাজ্যের রাজনৈতিক-মহলে।

No comments:

Post a Comment