বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর, এ দাবি মিথ্যা বললেন বিজেপি নেতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 10, 2021

বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর, এ দাবি মিথ্যা বললেন বিজেপি নেতা

বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর, এ দাবি মিথ্যা বললেন বিজেপি নেতা


 টিএনই ডেস্ক: করোনাভাইরাসের দৌলতে বিপন্ন সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারত।এই পরিস্থিতিতে জানা গিয়েছে আগামী 16 জানুয়ারি সমগ্র দেশ থেকে শুরু হবে টিকাকরণ কর্মসূচী। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীদের। ঠিক এই সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। 




সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছে ,প্রথম পর্যায়ে করোনা যোদ্ধাদের করোনার পরিষেবা দেওয়া হবে এবং পরে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনাভাইরাস টিকার ব্যবস্থা করা হবে। এবার তারই বিরোধিতায় এবার সরব হল রাজ্য পদ্মশিবির। মুখ্যমন্ত্রী এই বিবৃতিকে মিথ্যা ঘোষনা করেছেন বাংলার বিজেপি’‌র সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া। 
করোনা যোদ্ধাদের উদ্যেশ্যে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবী করেছেন, প্রথমে প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরে রাজ্যেবাসীর উদ্যেশ্যে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত এই চিঠি পৌঁছেছে জেলায় এবং স্বাস্থ্য দফতরেও।

মুখ্যমন্ত্রীর এই চিঠিকেই উদ্যেশ্য করেই তৃণমূলকে কটাক্ষ করেছেন বাংলার বিজেপি’‌র সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া। তিনি টুইটে মন্তব্য করেছেন যে, ‘‌রাজ্য সরকার প্রথমসারির করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করেছেন, মুখ্যমন্ত্রীর এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল কর্মী–সমর্থকরা বিভিন্ন প্রান্তে পোস্টার টাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাতে লেখা রয়েছে, রাজ্যবাসীর জন্য বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করেছেন দিদি। নির্লজ্জতার কোনও সীমা নেই।’‌ 
এর আগেও অমিত মালবিয়া রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে শাসকগোষ্ঠীর বিরূপ মন্তব্য করেছেন, এবার  মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে সুর চড়া করলেন তিনি।করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কার্যত ব্যর্থ বলে বারবার অভিযোগ করেছেন রাজ্য পদ্মশিবির। বিধানসভা ভোটের আগে করোনার টিকাকরণ নিয়ে ঘাসফুল ও পদ্মশিবিরের এই তর্জমায় বেশ গরম, এমনটাই মনে করছে রাজ্যের রাজনীতিবিদ মহল।

No comments:

Post a Comment