উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় ২০০টি স্কুলের অনুমোদন, উৎসবের আমেজ কোচবিহারে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, January 8, 2021

উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় ২০০টি স্কুলের অনুমোদন, উৎসবের আমেজ কোচবিহারে

উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় ২০০টি স্কুলের অনুমোদন, উৎসবের আমেজ কোচবিহারে



টিএন‌ই ডেস্কঃ  উত্তরবঙ্গে অনেক জেলাতে রাজবংশী ভাষার স্কুল রয়েছে তবে সেগুলি অনুমোদন না পাওয়ার জন্য চালু হয়নি এতদিন। তবে শেষমেশ অনুমোদনের সাড়া পেয়েছেন উপরমহল থেকে। এই কারণে অত্যন্ত খুশি তারা। 





মালদা জেলা বাদে উত্তরবঙ্গে মোটামুটি সব জেলা মিলিয়ে মোট ২০০ টি রাজবংশী ভাষায় স্কুল রয়েছে। স্কুলগুলি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর কথা ভাবেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আবেদনটি করেন এই নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বদন বর্মন। 

উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় অনুমোদন দেয়ার ঘোষণা করেছেন শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি স্কুলে কমপক্ষে ১২০ জন করে পড়ুয়া থাকবে, ৪ জন করে শিক্ষক নিয়োগ করা হবে। বংশী বদন বর্মন বলেন, এতে যেমন রাজবংশী ভাষায় প্রচার ও প্রসার হবে তেমন বহু কর্মসংস্থান‌ও বাড়বে। 

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কোচবিহার শহরে এক বর্ণাঢ্য মিছিল করা হয়। এই সিদ্ধান্তে কোচবিহারের মানুষজনেরা বেশ খুশি হয়েছে। তারা জানান, তাদের ভাষার এরপর একটি পরিচিতি হবে স্কুল এর মাধ্যমে। 

সংগঠনের নেতৃত্বদের পাশাপাশি কয়েক হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ মিছিলে অংশ নেন ঢাকঢোল নিয়ে হোলিখেলায় মাতেন সংগঠনের সদস্যরা রাসমেলার থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে মিছিল বের করেন তারা। খুশির হাওয়া কোচবিহার জেলায় বেশ জোড়ালো। 

কোচবিহার শহরে অকাল হোলি খেলায় মাতেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরাও। এই ঘটনার আগে রাজবংশী সম্প্রদায়ের আবেগের সঙ্গে যুক্ত নারায়নী সেনাকে সম্মান জানিয়ে নারায়নী ব্যাটেলিয়ন তৈরীর ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এবার রাজবংশের স্কুলগুলোর অনুদানের ঘোষণা করায় বেশ খুশি রাজবংশী সম্প্রদায়ের মানুষজনেরা।

No comments:

Post a Comment