ফের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া, সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ কিম জং উনের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, January 8, 2021

ফের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া, সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ কিম জং উনের

ফের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া, সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ কিম জং উনের



টিএন‌ই ডেস্কঃ  আগেই তো দেশে মহামারীতে জরাজীর্ণ হয়ে পড়েছে এর মধ্যে নতুন করে যুদ্ধের ইঙ্গিত আসছে। তবে হঠাৎ কেন এই যুদ্ধ? সেই প্রশ্ন দেখা যাচ্ছে সবার মনেই। 

সম্প্রতি উত্তর কোরিয়ার শাসকদল ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন দেশটির স্বৈরাচারী শাসক কিম জং উন। হাজারো দলীয় প্রতিনিধি সামনে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে তিনি উত্তর কোরিয়ার আর্থিক উন্নতির জন্য যা যা পদক্ষেপ নেন তা সবই ব্যর্থ হয়েছে। পাশাপাশি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। তারই মন্তব্যকে বিরল ঘটনা বলে উল্লেখ করে। 







এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে অনেক জল্পনা। শেষমেষ চিরাচরিত ভাবে নিজের আসল সরুপে দেখা গেল উত্তর কোরিয়ার প্রধানকে অর্থনীতির বেহাল হলেও দলের প্রতিনিধিদের সামনে দেশের সামরিক শক্তি আরো বাড়ানোর পক্ষে প্রশ্ন তোলেন কিম জং উন। ইতিমধ্যে সেনা আধিকারিকদের এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কিম জং উন পদক্ষেপের কথা প্রকাশ পাওয়ার পর বিশ্বের রাজনৈতিক নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতিতে নজর রাখছে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ বিগত কয়েক বছরের মধ্যে ডোনালট্রাম প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকা ও উত্তর কোরিয়া ঘনিষ্ঠ ছিল। বাগ যুক্তির পাশাপাশি দুপক্ষের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিল কিম জং উন এবং ডোনাল্ড ট্রামকে। তবে সবই ব্যর্থ হয়। 

প্রথম বৈঠকে আশার আলো দেখা দেয় গেল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার হানোইতে হওয়া আলোচনা ভেস্তে যায়। এরপর কেউ সমঝোতা রাস্তায় হাঁটেননি। তবে জো বিডেন মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলায় পরিস্থিতি এখন বদলে গেছে। তাদের কথায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বিতর্ক সভায় কিমকে গুন্ডা বলে উল্লেখ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। 

এটি একটি খুবই বিদ্রুপ জনক মন্তব্য। এর পাল্টা ব্রিটেনকে পাগলা কুকুর বলেছিল পিয়ংইয়ং। সেই জো বিডেন আমেরিকার মসদনে আসীন হওয়া চিন্তায় পড়েছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক। তার ভিত্তিতেই সামরিক শক্তি বাড়ানোর কথা বলে হোয়াইট হাউজের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা করছেন। নিজেদের প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। পরমাণু শক্তি বাড়ানোর বিষয়ে কিছু না বলে শুধু সামরিক ক্ষমতা বাড়ানোর পক্ষে প্রশ্ন করায় অনেকে বলেন কিছুটা হলেও বিডেনকে ভয় পাচ্ছেন কিম।

No comments:

Post a Comment