পুরনো কফি হাউজ না নতুন কফি হাউস, কোনটি মন কাড়ছে শহরবাসীর? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, January 7, 2021

পুরনো কফি হাউজ না নতুন কফি হাউস, কোনটি মন কাড়ছে শহরবাসীর?

পুরনো কফি হাউজ না নতুন কফি হাউস, কোনটি মন কাড়ছে শহরবাসীর? 

টিএনই ডেস্ক : "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই... আজ আর নেই "---এই গানের লাইন টি সত্যি হয়ে উঠেছে। কলকাতার বুকে তৈরি হয়েছে নতুন আরেকটি কফি হাউস। নিউটাউনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছে নতুন কফি হাউসটি। পুরোনোটির জরাজীর্ণ নয় এটি, ঝাঁ চকচকে এবং সুন্দর করে সাজানো।







তবে সুন্দর করে সাজানো হলেও, পুরোনো কফি হাউসের মত জৌলুস এতে নেই। করোনা আবহের জেরে টানা ১০১ দিন পরে খুলেছে কফি হাউস। বাঙালির প্রিয় আড্ডাস্থল কলেজ স্ট্রিট কফি হাউস। তবে বাঙালির মন কেড়েছে নতুন রূপের কফি হাউজ ও। যদিও পুরনো ট্যাগ থেকে যথেষ্ট আধুনিক এই নতুন কফি হাউজ। এই নতুন কফি হাউসে কফি খাওয়ার পরিকল্পনার যদি করতে হয় তাহলে করে নিতে হবে আগামী ই-বুকিং। মনের মতন বসার জায়গা করে নিতে পারেন নিউটন কফি হাউজে।করোনা ভীতি কে পিছনে ফেলে কম বয়সী রা বেশির ভাগই পুরোনো ছেড়ে নতুন কফি হাউসে ভিড় জমাচ্ছে।






কাঠের খড়খড়ি জানলা আলো-আঁধারি ঘর্ঘরা নিপেন করি বর্গা ধোঁয়া ওঠা কলেজস্ট্রিট কফি হাউজের আমেজকে পাশে ফেলে রেখেই নিউটাউনের তৈরি ঝার চকচকে কফি হাউস কে ঘিরে আগ্রহ বেড়েছে শহরবাসীদের মধ্যে।

নতুন কফি হাউজ টি কলেজ স্ট্রিটের কফি হাউজের আদলেই তৈরি হয়েছে তবে এতে আধুনিকরণের যথেষ্ট দৃশ্যমান। এই ঝকঝকে দোতলা কফি হাউসের সাথে সামঞ্জস্য রেখেই আলো রাখা হয়েছে। নিউটনের অ্যাকশন এরিয়া ২ এর অ্যামিটি ইউনিভার্সিটির কাছেই গড়ে উঠেছে আড্ডার এই নতুন ঠিকানা। গান কফি হাউজের মেনু কফি হাউজের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে তবে এখানকার স্পেশাল আইটেমে ইনফিউশন কফি ও আফগানি ডিশ রাখা হয়েছে। পাশাপাশি কফির কাপে চুমুক দেওয়ার সাথে সাথে গল্পের বই পড়ার ব্যবস্থাও রয়েছে।

তবে একটা কথা মেনে নিচ্ছি সকলেই কলেজ স্ট্রিটের কফি হাউজের আড্ডাটা আর ঝকঝকে নতুন কফি হাউসের আটটার মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। পুরনো তাত্ত্বিক  খেয়াল এই নতুন কফি হাউসে পাওয়ার যথেষ্ট দুষ্কর। তবে সাগর পুরনো কফি হাউজের সাথে জনপ্রিয়তা বাড়ছে নতুন কফি হাউজের ও।

No comments:

Post a Comment