ওয়াশিংটনে জ্বলল ক্যাপিটাল বিল্ডিং, ট্রাম্প ভক্তদের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, January 7, 2021

ওয়াশিংটনে জ্বলল ক্যাপিটাল বিল্ডিং, ট্রাম্প ভক্তদের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

ওয়াশিংটনে জ্বলল ক্যাপিটাল বিল্ডিং, ট্রাম্প ভক্তদের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

টিএনই ডেস্ক : সকালে একটি মৃত্যুর খবর আসার পর বেলা গড়াতেই মার্কিন রাজধানীতে ট্রাম্পপন্থীদের হিংসার জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসায় ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বউজার ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করলেন। অর্থাৎ জো বাইডেনের প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে পর্যন্ত সামরিক পর্যবেক্ষণের অধীনে থাকতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মুরিয়েল এর ভয় ভোটের ফল মানতে না পেরে আবারও হামলা চালাতে পারেন ট্রাম্পপন্থীরা।





এখনো পর্যন্ত নিজেদের পরিচয় সামনে আনেননি মার্কিন পুলিশ। তবে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন ক্যাপিটাল বিল্ডিং এর মেঝেতে। এদিন ভাঙচুর চালানো হচ্ছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ- এর ন্যান্সি পোলেসির অফিসেও।

সেনেটের প্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের কোন শর্তই মানেনি ট্রাম্প। তাই নির্ধারিত সময় জানুয়ারির আগেই সংবিধানের ২৫তম ধারাকে সামনে রেখে সরানো হোক ট্রাম্পকে। বাইডেন দায়িত্ব নেওয়া অবধি কাজ করতে পারেন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেনস।

মার্কিন নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট এবং বাইডেন পেয়েছেন ৩০৬টি। অথচ যেদিন থেকে ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল সামনে এসেছিল বাইডেনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। একাধিক মামলা এবং অভিযোগ করা সত্ত্বেও ট্রাম্প বেশ কিছু করে উঠতে পারেননি। এর পরেই একটি জনসভায় ট্রাম্প বলেন, "আমরা কিছু হটবো না।" এরপরই রাস্তায় নেমে পড়েন ট্রাম্প সমর্থকরা। পরে অবশ্য টুইটারে তাদেরকে শান্ত হওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। ছোট একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "গো হোম"। তবে ভক্তরা তার কথা শোনেননি। আটকানো যায় নি তাদের। ক্যাপিটাল বিল্ডিং আক্রমণ এর পরিস্থিতি সামাল দিতে লেগেছে প্রায় ৪ ঘন্টা।

No comments:

Post a Comment