জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের পরিবর্তে হয়েছে চীনের অংশ, মানচিত্রে এমনই প্রকাশ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 10, 2021

জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের পরিবর্তে হয়েছে চীনের অংশ, মানচিত্রে এমনই প্রকাশ

জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের পরিবর্তে হয়েছে চীনের অংশ, মানচিত্রে এমনই প্রকাশ


টিএনই ডেস্ক: জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের থেকে আলাদা ! হয়েছে চীনের অংশ! অনেকটা এমনই বার্তা ছড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মানচিত্র। সেই মানচিত্রে WHO জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করেছে। অন্যদিকে গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। আবার ওদিকে সেই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে চিনকেও। যার ফলে জম্মু-কাশ্মীর,লাদখকে ভারতের নয় মনে হচ্ছে চীনের একটি অংশ।




ঘটনার সূত্রপাত হয়েছে তখন, যখন লন্ডনের একজন  IT consultant এর চোখে পড়ে মানচিত্রটি । তার মাধ্যমেই Whats App-এ এই মানচিত্র ছড়িয়ে পরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।মানচিত্রটি Covid-19 ড্যাশবোর্ডের তরফে প্রকাশ করা হয়েছে। বিশ্বের কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই তথ্য মানচিত্রের মাধ্যমে সামনে আনতে চেয়েছে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর  মানচিত্রই এখন সৃষ্টি করেছে কড়া বিতর্কের।

যদিও WHO এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই মানচিত্র রাষ্ট্রসংঘের থেকে অনুমোদনের পরই প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের সমস্ত নির্দেশ ও যথাযথ গাইডলাইন মানা হয়েছে মানচিত্রে,এমনটাই দাবী  বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাষ্ট্র সংঘের এই মানচিত্রের প্রকাশের ফলে বিভিন্ন ভাবে সমালোচিত হচ্ছে WHO। প্রবাসী ভারতীয়রা এমন দাবিও করছে যে, সমগ্র বিশ্ব যখন তটস্থ মহামারী দাপটে তখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। শুধুমাত্র নিজের দেশের গণ্ডিই নয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশগুলোতেও। এমনকী ১৬ জানুয়ারি থেকে ভারতের টিকাকরণের দিকেও তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য পরিষেবায় WHO সাহায্যে ভারত বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। এছাড়াও, গত বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। এরপর থেকেই বিশ্বের প্রতিটি কোনে মহামারীর বিরুদ্ধে সাহায্য পৌঁছে দিয়েছে ভারত এমত অবস্থায়,বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের বিতর্ক মূলক মানচিত্র প্রকাশ করে  ভারতবাসীর দেশের প্রতি ভালোবাসাকে আঘাত করেছে। আবার অনেকে মনে করছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড়সড় আর্থিক অনুদান পায় চিনের থেকে। ফলে এমন মানচিত্র প্রকাশে চিনের যোগসাজসও থাকতে পারে। তাই বিতর্কে আবহাওয়াকে ইন্ধন না জুগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া, এমনটাই মনে করছেন দেশের আন্তর্জাতিক রাজনীতিক গণ।

No comments:

Post a Comment