এখনই CoWIN অ্যাপে রেজিস্টার নয়, ঘুরছে ফেক অ্যাপ, সতর্কবার্তা দিল স্বাস্থ্যমন্ত্রক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 10, 2021

এখনই CoWIN অ্যাপে রেজিস্টার নয়, ঘুরছে ফেক অ্যাপ, সতর্কবার্তা দিল স্বাস্থ্যমন্ত্রক

এখনই CoWIN অ্যাপে রেজিস্টার নয়, ঘুরছে ফেক অ্যাপ, সতর্কবার্তা দিল স্বাস্থ্যমন্ত্রক

টিএনই ডেস্ক : এখনই ডাউনলোড করতে হবেনা 'CoWIN অ্যাপ'।কারণ প্লে স্টোরে এখনো পর্যন্ত আসেনি এই অ্যাপ। শুধুমাত্র অ্যাপস্টোরেই রয়েছে CoWIN অ্যাপ। এরই মধ্যে হানা দিয়েছে কিছু জালিয়াতরা। ফেক CoWIN  অ্যাপ তৈরি করে বিভ্রান্তির সৃষ্টি করছে তারা। তবে তাদের মতলব আসলে কি তা এখনও স্পষ্ট হয়নি। মনে করা হচ্ছে, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে কোনো বড় চক্রান্ত করার পরিকল্পনা রয়েছে। 




বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে টুইট করা হয়, "সরকারের আসন্ন অফিশিয়াল প্ল্যাটফর্ম এর অনুরূপ বেআইনি অ্যাপ তৈরি হয়েছে। কেউ যেন তার ফাঁদে পা না দেয়। এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপস্টোরে রয়েছে।" 

স্বাস্থ্যমন্ত্রীর টুইটে আরো উল্লেখ রয়েছে, এই অ্যাপ ডাউনলোড করে ভুলেও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এতে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে। অফিশিয়াল প্লাটফর্ম থেকে এই অ্যাপের লঞ্চ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে। দেশের মানুষ সেই মতো অ্যাপটিকে ডাউনলোড করে যেন তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে।"

প্রসঙ্গত অ্যাপের নাম CoWIN। পুরো নাম কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সেল্ফ রেজিস্ট্রেশন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ প্রথম সারির যোদ্ধা হিসেবে রেজিস্টার করবে। এই অ্যাপে এখনো কাজ করছে স্বাস্থ্য ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা। জানা গেছে এতে থাকবে চারটি মডেল। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য নথিভুক্তকরণ এবং সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তার সাথে দিতে হবে পরিচয় পত্রের প্রমাণ।

No comments:

Post a Comment