কাজ হারালেন এক হাজারের বেশি বেসরকারি কর্মী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, May 18, 2020

কাজ হারালেন এক হাজারের বেশি বেসরকারি কর্মী

কাজ হারালেন এক হাজারের বেশি বেসরকারি কর্মী




নিজস্ব প্রতিনিধি; কেন্দ্র ও রাজ্যের তরফে বারংবার কর্মী ছাঁটাই না করার নির্দেশ দিলেও, আর্থিক অবস্থার অবনতির জন্য কর্মী ছাঁটাই করছে বিভিন্ন বেসরকারি সংস্থা।

উল্লেখ্য, ইতিমধ্যেই উবের এবং জ্যোমাটো তে কর্মী ছাঁটাই হয়েছে অনেক। সেই তালিকায় বাদ রইল না স্যুইগি।

লকডাউনের জেরে এমনিতেই বন্ধ গোটা দেশ, তার মধ্যেই Uber, Zomato এর পর এবার কাজ হারাতে চলেছেন হাজারেরও বেশি Swiggy কর্মী।
বেশির ভাগ হোটেল, রেস্তরাঁ। ফলে খাবার ডেলিভারির অর্ডার এখন প্রায় নেই বললেই চলে। আর তাই এত কর্মীকে বেতন দেওয়ার সামর্থ্য হচ্ছে মালিকের। কারনবশত, কর্মী ছাঁটাই শেষ পন্থা তাদের কাছে।




বিশেষ সূত্রে খবর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সংস্থা কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন শহর এবং সংস্থার মূল কার্যালয় মিলিয়ে মোট ১ হাজার ১০০ জন কর্মীকে বরখাস্ত করতে হচ্ছে। ছাঁটাইয়ের তালিকায় থাকা কর্মীদের আগামী তিন মাসের বেতন দেওয়া হবে।

এবং ছাঁটাই হওয়া কর্মীদের এক মাসের অধিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

1 comment: