আগামী বিধানসভায় বর্ষীয়ান নেতাদের উপর নির্ভর করছে কংগ্রেসের জোট-ভবিষ্যত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, January 7, 2021

আগামী বিধানসভায় বর্ষীয়ান নেতাদের উপর নির্ভর করছে কংগ্রেসের জোট-ভবিষ্যত

আগামী বিধানসভায় বর্ষীয়ান নেতাদের উপর নির্ভর করছে কংগ্রেসের জোট-ভবিষ্যত


টিএনই ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ আরো পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের। কিছুদিনের মধ্যেই লাগু হয়ে যাবে নির্বাচনী বিধি। তাই বেশিরভাগ রাজনৈতিক দলই এখন ব্যস্ত। কোথাও তারা ব্যস্ত বিরোধী পক্ষের কর্মীদের ভাঙিয়ে নিয়ে নিজের রাজনৈতিক দলের জন্য বিপুল ভোটে-ব্যাংককে সুরক্ষিত করা।আবার কোন ক্ষেত্রে নিজের দলেরই কেউ যাদের বিরোধী পক্ষ ভাঙিয়ে নেওয়ার তালে আছে, সেই সমস্ত কর্মীদের মুখে তাদের অভাব অভিযোগ শুনে তাকে পুনরায় দলমুখী করার চেষ্টা। দলের ভোটব্যাংকের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিভিন্ন দলের সাথে জোট গঠন ও জোট-চুক্তির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। 





 কংগ্রেসের শীর্ষ নেতাদের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করল কংগ্রেস। পশ্চিমবঙ্গ-সহ অসম কেরল,তামিলনাডু ও পুডুচেরিতে  চলতি বছরের মাঝামাঝি সময় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই সমস্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিচার করেই জোট গঠনের প্রক্রিয়াটি সম্পূর্ন করা হবে।

বিধাসভা নির্বাচনে জয়ী হওয়ার উদ্যেশ্যে দলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এই নেতাদের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার ও সহযোগী দলের সঙ্গে সমঝোতা ও ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন। এইসব প্রবীন নেতাদের পর্যবেক্ষনের ভিত্তিতে গড়ে উঠবে আগামী বিধানসভায় জোট গঠন বা জোট-চুক্তি। ভারতের জাতীয় কংগ্রেসের সুপ্রিমো এই বিবৃতিতে পরিষ্কার হয়েছে সহযোগী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতার কথাবার্তাও চলছে এই  রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল ও তামিলনাডুতে ভোটব্যাংকের সুরক্ষিত করার জন্য  মাঠে নামছে কংগ্রেস। কেরালায় বামেদের বিরুদ্ধেই ভোটব্যাংকের যুদ্ধে নামবেন কংগ্রেস।পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেসের লড়াই ত্রিমুখী। একদিকে বিজেপি প্রতিপক্ষ তো অন্যদিকে তৃণমূল সরকার ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে। তাই প্রতিপক্ষ কে পরাজিত কোনো মাঠে নামতে হবে বামের সাথে চুক্তি বন্ধন করে। আবার অসমে আবার কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি।

গেহলট ছাড়াও কেরলে দলের পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেইরো অথাৎ এরা দুই বর্ষীয়ান নেতা নির্দেশ করবে কেরালায় কংগ্রেসের জোট ভবিষ্যত। অন্যদিকে কর্ণাটকের  দায়িত্ব সামলাবেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। ভুপেশ বাঘেল করা  হয়েছে অসমের পর্যবেক্ষক। এছাড়া নির্দেশনার কাজে নিযুক্ত করা হয়েছে দলের মহাসচিব মুকুল ওয়াসনিক ও প্রবীণ নেতা সাকিল আহমেদ খানকে । এইসব প্রবীন নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও দিকনির্দেশে নিধারিত হবে বিধানসভা নির্বাচনের জোট ভবিষ্যত।

No comments:

Post a Comment